fbpx

প্রযুক্তির মাধ্যমে পণ্য পরিবহনের বাঁকবদল করছে জিম

September 17 2021 By Mahmudul Faisal

করোনায় ডিজিটাল ট্রাক সেবার চাহিদা বেড়েছে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সঙ্গে সঙ্গে পণ্য পরিবহনের চাহিদা ক্রমাগত বাড়ছে। ট্রাক কিংবা মালবাহী গাড়ির এই বিশাল খাতে আছে নানা অসচ্ছতা, প্রচলিত পরিবহন সেবাতেও আছে নানা দুর্বলতা।

post-1722