আধুনিক প্রযুক্তি আর তারুণ্যের ছোঁয়ায় পরিবহন খাততে বদলে দিতে কাজ করছে জিম। সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় পরিবর্তনই উন্মোচন করতে পারে সম্ভাবনার নতুন দিগন্ত।
আধুনিক প্রযুক্তি আর তারুণ্যের ছোঁয়ায় পরিবহন খাততে বদলে দিতে কাজ করছে জিম। সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় পরিবর্তনই উন্মোচন করতে পারে সম্ভাবনার নতুন দিগন্ত।
আমাদের লক্ষ্য
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বর্তমান সরকার কাজ করে যাচ্ছে একটি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে। তারই ফলশ্রুতিতে বিগত এক দশকে এসেছে অনেক পরিবর্তন। দৈনন্দিন প্রয়োজনে আমরা বিভিন্ন ডিজিটাল সেবার আশ্রয় নিচ্ছি।
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশের প্রথাগত প্রযুক্তিখাতকে বদলে দেয়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে জিম।
আমাদের দর্শন
সেবার ব্যাপারে জিম তার ব্যবহারকারীদের চাহিদাকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে থাকে।
জিম বিশ্বাস করে সকল ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ মনোভাবই এগিয়ে নিতে পারে ইন্ডাস্ট্রিকে।
জিম তার যুগান্তকারী প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছে রিসোর্সের পরিপূর্ণ ব্যবহার, দ্রুততম সময়ে বাজারের সেরা মূল্যে।
পরিচালনা পরিষদ
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক
প্রকৌশল ও প্রযুক্তিতে ২০+ বছরের অভিজ্ঞতা প্রাক্তন শিক্ষাবিদ, বুয়েট (বাংলাদেশ) এমবিএ ফিন্যান্স (ব্যাবসন), এমএস (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং) এক্সপোজারঃ টাইকো, এমকেএস ইনস্ট্রুমেন্টস
চেয়ারম্যান
বাণিজ্যিক কার্যক্রমে ২৫+ বছরের অভিজ্ঞতা পরিচালক, সিটি ব্যাংক লিমিটেড (বাংলাদেশ)
এক্সপোজারঃ ফিন্যান্স, কেমিক্যাল, তৈরি পোশাক এবং মেশিনারিজ
পরিচালক এবং প্রধান প্রযুক্তি নির্বাহী
সফটওয়্যার পরিসেবায় ২০+ বছরের অভিজ্ঞতা “বর্ণ” ওয়ার্ড প্রসেসর ডেভেলপ করেছেন ১৯৯৭ সালে এমএস. কম্পিউটার সাইন্স কোর্সওয়ার্ক (বোস্টন বিশ্ববিদ্যালয়)
এক্সপোজারঃ সেফওয়ার্কস, পিসিআই কর্পোরেশন এবং ওলটার্স ক্লুওয়ার
পরিচালক
বাণিজ্যিক কার্যক্রমে ২৫+ বছরের অভিজ্ঞতা গ্রুপ প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, গ্যালাক্সি গ্রুপ
এক্সপোজারঃ এভিয়েশন, শিপিং এবং লজিস্টিকস (বাংলাদেশ)
পরিচালক
প্রকৌশল ও প্রযুক্তিতে ২০+ বছরের অভিজ্ঞতা (টোকিও বিশ্ববিদ্যালয়)
কনসালটেন্ট (বিশ্বব্যাংক, এডিবি, জাইকা), অধ্যাপক, বুয়েট (বাংলাদেশ)
পিএইচডি – সিভিল ইঞ্জিনিয়ারিং (টোকিও বিশ্ববিদ্যালয়)