বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষ্যে। তবে যাতায়াত স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাত্রীদের জন্য। 

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সারাদিন বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি  কার্যক্রম বন্ধ থাকবে।

শ্রী কার্তিক চক্রবর্তী, ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট, স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এই তথ্য নিশ্চিত করেছেন। 

শহিদুল ইসলাম, বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার বলেন স্বরসতী পূজা উপলক্ষ্যে সরকারি ছুটি। আর এই কারনে বেনাপোল বন্দরে সকাল থেকে আমদানি-রপ্তানি  বন্ধ। 

আব্দুল জলিল, বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক জানান, এই বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

তথ্যসূত্রঃ বাংলা ট্রিবিউন.কম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।