গতকাল সন্ধ্যায় দেশের অন্যতম বৃহত্তম ট্রাক টার্মিনাল গাবতলীতে ট্রাফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন এই সভার আয়োজন করে। 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জসীম উদ্দীন মোল্লা।  অনুস্থানের সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি হাজী মোঃ মুজিবুর রহমান। সভায় ট্রাফিক পশ্চিম বিভাগের কর্মকর্তাগণ, ট্রাক চালক ও মালিকসহ  প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি, উপস্থিত ট্রাক চালকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য দেন। তিনি বলেন, “আপনাদের প্রতিটি চালকের পরিবার আছে। তাই আপনি পরিবারের কাছে নিরাপদে ফিতে যেতে চাইলে সর্তকতার সহিত গাড়ি চালাবেন।” 

তিনি আরও বলেন, “ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন ও ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবেন। পুলিশকে আপনার বন্ধু ভাববেন এবং যেকোন বিপদে ট্রাফিক পুলিশের সহায়তা নিবেন।” 

আশা করা যাচ্ছে এই ধরণের সভা ট্রাক চালকদের আরও সচেতন করবে। 

তথসুত্রঃ ডিএমপি নিউজ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।