পরিবহন সংক্রান্ত দাবি-দাওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা। আজ বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। 

তবে সারা দেশ থেকে সংগঠনটির নেতাদের এই বৈঠকে অংশ নেওয়ার কথা থাকায় নির্দিষ্ট  সময় এখনো চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে বলে জানা গিয়েছে।

এর আগে, নতুন সড়ক পরিবহন আইন স্থগিতসহ নয় দফা দাবিতে আজ বুধবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁও ট্রাক টার্মিনালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। 

ঐক্য পরিষদের আহ্বায়ক জনাব রুস্তম আলী খান বলেন, ‘আমাদের শ্রমিকেরা দুই-তিন দিন আগে থেকেই আন্দোলন করছেন। তবে আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে সারা দেশে সব ট্রাক ও কাভার্ডভ্যান এবং কাভার্ডভ্যানে করে কুরিয়ার সার্ভিসের পার্সেল পরিবহনে কর্মবিরতি থাকবে। 

আজ সকাল থেকে সাড়া দেশে পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। ঢাকায় কোন গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বের হতেও দেওয়া হচ্ছে না। 

তথ্যসুত্রঃ বাংলানিউজ২৪.কম এবং দৈনিক আমাদের সময়  

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।